ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

পৌর বর্জ্য মহাসড়কে,ঝুঁকি নিয়ে চলাচল

গাজীপুর শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর দীর্ঘ দিন ধরে  ফেলা হচ্ছে শ্রীপুর পৌরসভার বর্জ্য। মহাসড়কের উপর বর্জ্য ফেলার ফলে দিন দিন রাস্তা সংকোচিত হয়ে যাচ্ছে। যে কোন সময় ঘটতে পারে মারাত্মক  দুর্ঘটনা। তাছাড়া মহাসড়কের পাশে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রতিষ্ঠানে কর্মরত লোকজন, পথচারী, যানবাহনের যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ দিন দিন  বেড়েই চলছে ।পৌর বর্জ্য  একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশ ঘেঁষেই দোখলা খালের উপর  জমানো হচ্ছে। যা এখন বর্জ্যের স্তুপে পরিণত হয়েছে । কর্মস্থলে নাকে রুমাল চেপে কাজ করতে হয় ওই স্কুলের  কর্মকর্তা ও কর্মচারীদের। বর্জ্য অপসারণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যস্ততম এ সড়কের পথচারী বা দূরপাল্লার যাত্রীদের প্রায় সময় দেখা যায় রুমাল বা টিস্যু দিয়ে নাক চেপে পথ চলতে। শ্রীপুর পৌরসভার সব বর্জ্য এই মহাসড়কের পাশে ফেলা হচ্ছে দীর্ঘদিন ধরে। এসব দেখার যেন কেউ নেই। বেতঝুড়ি-মাস্টাবাড়ি এলাকার খালে নিয়মিত বর্জ্য ফেলায় সেখানে বর্তমানে বিশাল ময়লার স্তূপ হয়ে গেছে। পচে যাওয়া এসব বর্জ্যরে দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। এ ছাড়াও ভরাট হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী দোখলা খাল। শ্রীপুর পৌরসভার এমন স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিভিন্ন সময় বারবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। পরিববেশবাদীরাও থেমে নেই। জানা যায়,  কাগজে কলমে প্রথম শ্রেণির পৌরসভা এটি। প্রতিষ্ঠার ২০ বছর পেরিয়ে গেলেও বর্জ্য ফেলার নির্দিষ্ট জায়গা নেই। ১০ বছর ধরে সড়কের পাশেই ফেলছে পৌরসভার এসব বর্জ্য। বৃষ্টি হলেই এসব আবর্জনা নোংরা পানির সাথে সড়কে গড়িয়ে পড়ছে। ময়লা পানি সড়কের মাঝে জমে থাকে।   দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়ছে ভুক্তভোগীরা।  মঙ্গলবার (১৯ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা - ময়মনসিংহ  মহাসড়কের পাশ ঘেঁষেই শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি  এলাকায় ফেলা হচ্ছে পৌরসভার সমস্ত বর্জ্য। তার পাশেই রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং মাধ্যমিক বিদ্যালয়। আবর্জনার স্তুপ থেকে ২০০ গজ দূরেই অবস্থিত একটি বাজার। যার ফলে এই ময়লার সঙ্গে বসবাস করেই দৈনন্দিক কাজ কর্ম করতে হয় ভুক্তভোগীদের। স্থানীয় মুদি দোকানি মফিজুর  জানান, নাকে রুমাল চেপে ধরেও কর্মস্থলে কাজ করা যায় না। পৌরসভা কর্তৃপক্ষের কাছে মৌখিক ও  লিখিতভাবে বেশ কয়েকবার আবেদন করেও কোনো কাজ হয়নি।অটোরিকশা চালক ইমন জানান, দুর্গন্ধে এ সড়ক দিয়ে চলাচল  করাটাই বড় দায়। বর্জ্য ফেলার স্থান থেকে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত নাকে রুমাল চেপে চলতে হয় বলে জানান তিনি। শ্রীপুর পৌর মেয়র মো. আনিছুর রহমান বলেন,ময়লা ফেলার জন্য  নির্ধারিত কোনো জায়গা নেই বলে বাধ্য হয়ে মহাসড়কের পাশে ময়লা ফেলা হচ্ছে। বহুদিন ধরেই একটি জায়গা বরাদ্দ দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করে আসছি।

ads

Our Facebook Page